রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চট্টগ্রামে স্থগিত হাবিবের কনসার্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:০৭

শেয়ার

চট্টগ্রামে স্থগিত হাবিবের কনসার্ট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় আসন্ন পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে একটি কনসার্টে অংশ নেবার কথা ছিল সংগীত তারকা হাবিব ওয়াহিদের।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে এর আয়োজক বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি।

শনিবার এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়ে তারা লিখেন, ‘প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “ম্যাক্স ফান অন বে ওয়ান” স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শিগগিরই নতুন সম্ভাব্য তারিখটি জানিয়ে দেব।’

‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শীর্ষক এই কনসার্টে হাবিব ছাড়াও আহমেদ হাসান সানি, সংজোন ও ব্ল্যাক জ্যাংদের সংগীত পরিবেশনের কথা ছিল। 

এদিকে, অনলাইন ই-টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই-এ ইতিমধ্যে কনসার্টটির জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছিল।

প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, কনসার্টটি আপাতত পেছানো হয়েছে। পরবর্তী তারিখ জানাবেন আয়োজকরা।

banner close
banner close