দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেলে বাসায় ফেরার কথা রয়েছে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের। এমনটা নিশ্চিত করেছেন গায়িকার ঘনিষ্ঠজন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘আপাতত কোনো সমস্যা নেই। তার পরও চিকিৎসকরা সাবিনা আপাকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন।
গতকালই সিদ্ধান্ত হয়েছে, আজ বিকেলে তিনি বাসায় ফিরতে পারবেন।’
সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানিয়েছেন, আপাতত তার আম্মুর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন। তিনি বলেন, ‘আম্মুর শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা বোর্ড গঠন করেছেন।
আরও পড়ুন: