রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৪৬

শেয়ার

চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের
ছবি: সংগৃহীত

গ্র্যামির ৬৭তম আসরে হাসলেন পপ গায়িকা শাকিরাও। নিজের জন্মদিনেই গায়িকার মুকুটে যুক্ত হলো নতুন পালক। চতুর্থবারের মতো জিতলেন গ্র্যামি।

এবার ‘লাস মুজেরাস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য পুরস্কার পান শাকিরা।

এসময় তার হাতে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।

পুরস্কার হাতে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। বক্তৃতার শুরুতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন তিনি।

এরপর তার পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন শাকিরা। 

এরপর বললেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য।

আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।” 

সেই সঙ্গে বিশ্বের প্রতিটি কর্মরত নারীর পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। পুরস্কার নেওয়ার পর স্টেজে পারফর্মও করেন লাস্যময়ী এই গায়িকা। যা দেখে স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ দর্শকরা।

banner close
banner close