রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

অপূর্ব অভিনীত 'চালচিত্র' দেখা যাবে ঘরে বসেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:০০

শেয়ার

অপূর্ব অভিনীত 'চালচিত্র' দেখা যাবে ঘরে বসেই
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় নাম লিখিয়েছেন। ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালের ২০ ডিসেম্বর কলকাতায় মুক্তি পায় ছবিটি।

সিনেমাটি দিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় বাংলাদেশি এই অভিনেতার। এবার বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে ছবিটি।

চলতি মাসেই হইচই নামে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। ফেব্রুয়ারির ২১ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর ফলে ঘরে বসেই দেখা যাবে ছবিটি।

এদিকে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন অপূর্ব। সেখান থেকে ফিরে ব্যস্ত হবেন নাটকের কাজ নিয়ে।

banner close
banner close