রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫০

শেয়ার

প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী
কোলাজ: বাংলা এডিশন

টলিউডে ১৮ বছর সম্পূর্ণ করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এতদিনের পথ চলায় শুরু থেকেই যারা পাশে ছিলেন, সেই অনুরাগীদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। 

এদিন শুভশ্রী ফিরে গেলেন ছোটবেলায়। জানালেন, টলিউডে পা রাখার আগেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাকি বিয়ে করতে চাইতেন তিনি!

সফল অভিনেত্রী, সফল স্ত্রী, সফল নারী এবং অবশ্যই একজন সফল মা। সবার আগে তিনি সফল একজন মানুষ। জীবনে সব সময় ভালো একজন মানুষ হতে চেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

তার কথায়, সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। জীবনের এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, প্রাপ্তির সংখ্যাই বেশি। সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা। 'চ্যালেঞ্জ' বা 'পরাণ যায় জ্বলিয়া রে'র সময় যারা দেখেছেন আজ তারা 'সন্তান'ও দেখছেন। একইভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে। এটাই তো বড় পাওয়া।

এদিন শুভশ্রীকে দেখার জন্য বহুদূর থেকে এসেছিলেন অনুরাগীরা। তবে বাস্তবে কার অনুরাগী অভিনেত্রী? শুভশ্রীর কথায়, ‘বলিউডের শাহরুখ খানে এবং টলিউডে আমি জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তবে ছোটবেলায় আমি বলতাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই ভাবতাম বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে।’

অভিনয় জীবনে এতদিন যা পেয়েছেন তা নিয়েই খুব খুশি শুভশ্রী। এদিন নিজের অনুরাগীদের চোখে জল দেখে নিজেও খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। 

দুই ছেলে-মেয়ে এবং স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে জীবনের প্রতিটা অধ্যায় যেন ভালভাবে কাটাতে পারেন ভক্তদের সঙ্গে নিয়ে সেই প্রার্থনাই করলেন শুভশ্রী।

banner close
banner close