রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বন্ধু অরিজিতের সাথে স্কুটারে গ্রাম সফরে এড শিরান, ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৩৮

শেয়ার

বন্ধু অরিজিতের সাথে স্কুটারে গ্রাম সফরে এড শিরান, ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
ছবি: সংগৃহীত

ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান বর্তমানে ভারতে কনসার্টে অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে তিনি 'শেপ অফ ইউ' গানটির জন্য পরিচিত বেশ কিছু শো সেরে ফেলেছেন। তার সামনে আরও কনসার্ট রয়েছে, তাই কিছু সময় হাতে পেয়ে ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সিদ্ধান্ত নেন। বিশেষ করে, তিনি যান ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গ্রামের বাড়ি মুর্শিদাবাদে।

এড শিরান ও অরিজিৎ সিং একে অপরের ভক্ত, এটি অনেকেই জানেন। তারা পূর্বে একসঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন, কিন্তু এবার তারা একে অপরের সঙ্গে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা ভক্তদের মাঝে রীতিমতো হইচই সৃষ্টি করেছে।

এড শিরান ও অরিজিৎ সিংয়ের বেশ কিছু ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের একটি ভিডিওতে দেখা যায়, বিকেলের সময় গঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করছেন তারা। এই মুহূর্তে, তাদের দেখতে নদীর পাড়ে জমা হয়েছিল ভক্তদের এক বড় দল।

আরেকটি ভিডিওতে দেখা যায়, অরিজিৎ সিং তার শখের স্কুটার চালাচ্ছেন, এবং পেছনে বসে আছেন এড শিরান। দুই গায়ককে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখা যায়। তাদের স্বাভাবিক সাবলীলতা দেখে, মনে হয় না তারা দুই কিংবদন্তী শিল্পী, বরং যেন এলাকার দুই বন্ধু মিলে একসঙ্গে সময় কাটাচ্ছেন!

এড শিরানের ভারত সফর ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরু কনসার্ট দিয়ে শুরু হয়েছে। এরপর তার পরবর্তী কনসার্ট হবে শিলংয়ে। সফরের এই সুযোগেই তিনি বন্ধু অরিজিৎ সিংয়ের বাড়িতে বেড়াতে যান।

banner close
banner close