শুক্রবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৫ শা’বান, ১৪৪৬

১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:৩৭

শেয়ার

১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’
১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’। ছবি : সংগৃহীত

‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’-এর উদ্যোগে ‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ শীর্ষক স্লোগান নিয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিনব্যাপী বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’-এর প্রথম পর্যায়।

১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করে শতজন নাট্যদর্শক এবং মঞ্চাভিনেত্রীরা। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এই উৎসবে পর্যায়ক্রমে ৫টি মিলনায়তনে মোট ৮৫টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। এ ছাড়াও থিয়েটারের সংকট, সম্ভাবনা ও দর্শক সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আয়োজন করা হবে তিনটি সেমিনার।করোনা অতিমারির পর থেকে মঞ্চনাটকের দর্শক সংকট ক্রমেই বেড়ে চলেছে।

দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৩টি মঞ্চ, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রসহ ঢাকার মঞ্চগুলোকে থিয়েটারবান্ধব করে তোলা এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত ৮৫টি নাট্যদল সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে।