রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

করণ-রায়ানের বিপরীতে দিশা পাটানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:১৯

শেয়ার

করণ-রায়ানের বিপরীতে দিশা পাটানি
করণ-রায়ানের বিপরীতে দিশা পাটানি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি বরাবরই তার মোহনীয় উপস্থিতি এবং সুন্দর হাসি দিয়ে ভক্তদের মনোযোগ আকর্ষণ করেন। বি-টাউনের এই ডিভা তার অনন্য ফ্যাশন সেন্সের জন্যও বেশ পরিচিত। তার এ পরিচিতি তাকে ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ অভিনেত্রী হিসেবেও বিবেচিত করে। এবার শোনা যাচ্ছে, গায়ক করণ আওজলা এবং ওয়ান রিপাবলিক ব্যান্ডের রায়ান টেডারের সঙ্গে মিলে নতুন একটি গানের কাজ করতে চলেছেন এই সুন্দরী। খবর পিঙ্কভিলার।

গত বুধবার দিশা পাটানি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি শেয়ার করেন। সেই সেলফিতে পাঞ্জাবি গায়ক করণ আওজলা ও রায়ান টেডারকে দেখা যায়। ছবিতে দিশাকে গোলাপি রঙের পোশাক এবং ওড়না পরিহিত অবস্থায় দেখা যায়। আর সেলফিটি তুলেছেন ‘সফটলি’ গানের গায়ক করণ। তবে গানটি কবে আসবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

 

 

banner close
banner close