শুক্রবার

২১ ফেব্রুয়ারি, ২০২৫
৮ ফাল্গুন, ১৪৩১
২২ শা’বান, ১৪৪৬

তিশা-প্রীতমের ট্রেলারে নতুন চমক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৪৬

শেয়ার

তিশা-প্রীতমের ট্রেলারে নতুন চমক
তানজিন তিশা ও প্রীতম। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতমের ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন প্রমুখ। আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম 'ঘুমপরী'।

গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। ওয়েব ফিল্মটির গল্পে অনুমান করা যায়, বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি চরিত্রগুলোর মাঝে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে, চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের।

এদিকে ‘ঘুমপরী’ সম্পর্কে অভিনেতা প্রীতম হাসান বলেন, কাজটা করব কিনা প্রথম দিকে এমনটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটা চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।

চরকির প্ল্যাটফরমে ‘ঘুমপরী’র মাধ্যমে প্রথমবার কাজ করলেন অভিনেত্রী তানজিন তিশা। যদিও এর আগেও বেশ কিছু কাজ নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে করেছেন তিনি, যা দর্শকপ্রিয়তা অর্জন করেছে। 

তিশা বলেন, আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা, একটু ব্যতিক্রমী। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটিই পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।

উল্লেখ্য, ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ সাড়া ফেলেছে। সামাজিক মাধ্যমে এমনটাই জানাচ্ছেন বিনোদনপ্রেমী দর্শকরা।