শুক্রবার

২১ ফেব্রুয়ারি, ২০২৫
৮ ফাল্গুন, ১৪৩১
২২ শা’বান, ১৪৪৬

হারিয়ে গেছেন হিমির নানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:৩৭

শেয়ার

হারিয়ে গেছেন হিমির নানা
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লাহ খান সোমবার  মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। হিমি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার নানা ডিমেনশিয়া রোগে আক্রান্ত, ফলে তিনি কোনো ঠিকানা মনে রাখতে পারেন না। ফজরের ওয়াক্ত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বর্তমানে হিমির পরিবার তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। হিমি আরও বলেন, এর আগেও একাধিকবার তার নানা এমনভাবে হারিয়ে গেছেন, তবে পরবর্তীতে অন্য আত্মীয়দের বাসায় পাওয়া গেছে।

কিন্তু এবার আশপাশের সম্ভাব্য জায়গাগুলো খোঁজা হয়েছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। এখন থানায় এই বিষয়ে জানাতে যাচ্ছেন তারা। হিমি সামাজিক মাধ্যমে এই বিষয়টি জানিয়ে হারানো বিজ্ঞপ্তি পোস্ট করেছেন।

তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।’

এদিকে, হিমির সহকর্মীরা তার হারানো বিজ্ঞপ্তির পোস্ট শেয়ার করেছেন এবং তার শুভানুধ্যায়ী অনেকেই দুঃখ প্রকাশ করে তার নানার সুস্থভাবে ফিরে আসার জন্য প্রার্থনা করেছেন।