শুক্রবার

২১ ফেব্রুয়ারি, ২০২৫
৮ ফাল্গুন, ১৪৩১
২২ শা’বান, ১৪৪৬

‘বসন্ত বৌরি’ নিয়ে এলো বাসার-তিশা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

‘বসন্ত বৌরি’ নিয়ে এলো বাসার-তিশা
ছবি: সংগৃহীত

পলাশদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। তাদের একটা মেয়ে অ্যাডমিশন টেস্ট দেবে, নাম শিমু। বেশ নাক উঁচা। শিমু মাঝে মাঝে বাগানে তার ফুলের গাছে পানি দেয়।

মোরগ পালে একটা, সেটার নাম দিয়েছে আইনস্টাইন। 

সকালবেলা পলাশের ঘুম ভাঙে শিমুর চিৎকার করে তাপ গতিবিদ্যার সূত্র মুখস্ত করার শব্দ শুনে। পলাশ কানে বালিশচাপা দিয়েও কূল পায় না। খাওয়ার টেবিলে পলাশের বাবা-মা পাশের বাসার ভাড়াটিয়ার মেয়ের প্রশংসা করে।

আর পলাশের সামনে অ্যাডমিশন টেস্ট, সে কিছুই পড়ে না। তখন পলাশ বলে, এই মেয়ে পড়াশোনা করে না, ষাঁড়ের মতো চেঁচায়।

এরপর দুজনের পরিচয় হয় আর তাদের মধ্যে ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। এমনই গল্পে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বসন্ত বৌরি’।

জাহান সুলতানার গল্পে নাটকটি নির্মাণ করেছেন মিশুক মিঠু। এতে পলাশ ও শিমুর চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।

নির্মাতা বলেন, ‘এটা টিনএজদের কাছে ভালো লাগবে। কারণ, গল্পটা ঠিক প্রেমের না কিন্তু প্রেম শুরু হওয়ার আগের। যে মুহূর্তটাই সবার কাছে বেশি স্পেশাল।

আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

কে এস ফিল্মস প্রযোজিত ‘বসন্ত বৌরি’ নাটকে বাসার-তিশা ছাড়া আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।