শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
৯ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে অমর একুশে নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:১৮

শেয়ার

সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে অমর একুশে নাট্যোৎসব
ছবি : সংগৃহীত

মহান ভাষা আন্দোলনের মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে আয়োজন করছে ১০দিনব্যাপী অমর একুশে নাট্যেৎসব ২০২৫।

১৯ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ঘটিকায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে নাট্যেৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উক্ত অনুষ্ঠানে শুভেচছা বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, বক্তব্য রাখবেন নাট্যেৎসবের আহবায়ক নাট্যজন,বাংলাদেশ থিয়েটার প্রধান শাহআলম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন,নাট্যেৎসবের সদস্য সচিব তপন হাফিজ। উদ্বোধনী অনুষ্ঠান মালার সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ।