রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২১

শেয়ার

গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি
ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। তবে তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগে। শোনা যাচ্ছে, আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নারগিস।

বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত নারগিস।  

বলিউড তারকাদের বিয়ে মানেই প্রচুর ঢাক-ঢোল পিটিয়ে আয়োজন। একাধিক অনুষ্ঠানসহ থাকে নানা জাঁকজমক আয়োজনের, বিয়ে বাড়িতে বসে তারার হাট। কিন্তু নারগিসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেলো। বিয়ে তো হয়েছেই, এর ওপর তার খবর প্রকাশ্যেই আসল সপ্তাহখানেক পর।

ভারতীয় গণমাধ্যমের খবর আনুযায়ী আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নারগিস। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।

banner close
banner close