রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

পায়েলের বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৪

শেয়ার

পায়েলের বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই
ছবি: সংগৃহীত

টলিউডে ২০ বছরের ক্যারিয়ার অভিনেত্রী পায়েল সরকারের। বয়সও ৪০-এর কোঠায় পৌঁছালো। কিন্তু এখনো বিয়ে করেননি অভিনেত্রী।

ফলে পায়েলের বিয়ে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের এতটাই আগ্রহ যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল বলেছেন, তিনি দেশের বাইরে ঘুরতে গেলেও মানুষ মনে করে যে তিনি পাত্রের সন্ধানে গেছেন।

নায়িকা বলেন, ‘আমি আমেরিকায় একটা পুরস্কার নিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছিলাম। সেই ছবি দেখার পর অনেকেই বলা শুরু করল, আমি নাকি পাত্র খুঁজতে আমেরিকায় গিয়েছি। অথচ ছবিটা নিয়ে কেউ কথা বললো না। তাই মনে হয়, অভিনেত্রীদের কাজের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ বেশি।’

এর আগে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে গুঞ্জন উঠেছিল, একজন প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন পায়েল। কিন্তু এই খবর উড়িয়ে দিয়ে তিনি জানান, কোনো প্রবাসীকে বিয়ে করছেন না।

বরং কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী পায়েল।

 

banner close
banner close