শুক্রবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৫
১৬ ফাল্গুন, ১৪৩১
,

দেশের সম্পদ হয়ে উঠতে সক্রিয় রাজনীতিতে যোগ দেয়ার প্রয়োজন পড়ে না: অনুপম খের 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২০

শেয়ার

দেশের সম্পদ হয়ে উঠতে সক্রিয় রাজনীতিতে যোগ দেয়ার প্রয়োজন পড়ে না: অনুপম খের 
ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত রাখেন। কিছু রাজনৈতিক ছবিতেও অভিনয় করেছেন তিনি।

এবার রাজনীতিতে যোগ দেয়ার বিষয়ে মুখ খুললেন অনুপম খের।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বর্ষীয়ান অভিনেতার কাছে রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করেন এক অনুরাগী। তার প্রশ্ন, ‘আপনি পাকাপাকি ভাবে কেনো রাজনীতিতে যোগ দিচ্ছেন না? মোদি সরকারের জন্য আপনি সম্পদের মতোই গুরুত্বপূর্ণ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অংশ হয়ে উঠবেন আপনি। আমি নিশ্চিত, আপনি ভালো কাজ করবেন।’

অনুরাগীর মন্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছেন অনুপম। তার স্পষ্ট বক্তব্য, দেশের সম্পদ হয়ে ওঠার জন্য সক্রিয় রাজনীতি করার প্রয়োজন পড়ে না।

অনুপম বলেন, ‘আমাকে পরামর্শ ও উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ। তবে আমি বিশ্বাস করি, দেশের সম্পদ হয়ে উঠতে সক্রিয় রাজনীতিতে যোগ দেয়ার প্রয়োজন পড়ে না। শুধু একজন অসাধারণ নাগরিক হয়ে ওঠা জরুরি।’

অনুপম খেরকে শেষ দেখা গেছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ ছবিতে।