রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা হ্যাকম্যানের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:০২

শেয়ার

স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা হ্যাকম্যানের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিউ মেক্সিকোতে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে দুইজনকে।

বিভিন্ন সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতির পোষা কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেন্ডোজা জানিয়েছেন, বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি।

মেন্ডোজা এখনো তাদের মৃত্যুর কারণ প্রকাশ করেননি।

৯৫ বছর বয়সী জিন হ্যাকম্যান এক সময় একের পর এক ব্যর্থতায় নিজের ক্যারিয়ারের শেষ দেখতে পান।

তবে নিজেকে দমিয়ে রাখেননি তিনি। প্রচন্ড পরিশ্রম নতুন করে সাফল্য এনে দেয় তার ঝুঁলিতে। ১৯৭১ সালের ক্রাইম থ্রিলার ‘দ্যা ফ্রেঞ্চ কানেকশন’-এ নিউ ইয়র্কের কঠোর ও রুক্ষ পুলিশ অফিসার জিমি ‘পোপাই’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত তিনি। এই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি সেরা অভিনেতার অস্কার জয় করেন।

তার স্ত্রী বেটসি আরাকাওয়া ছিলেন একজন ৬৩ বছর বয়সী ক্লাসিক্যাল পিয়ানোবাদক।

banner close
banner close