রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

পাকিস্তানি সিনেমার নায়িকা হচ্ছেন মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৫ ১৬:২৭

শেয়ার

পাকিস্তানি সিনেমার নায়িকা হচ্ছেন মিষ্টি জান্নাত
অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় শোবিজ জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। তবে এবার কাজ নিয়ে নতুন তথ্য দিলেন এ অভিনেত্রী। জানালেন এবার পাকিস্তানি সিনেমার নায়িকা হচ্ছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমার একটি পাকিস্তানি ছবির অফার এসেছে। বর্তমানে আমার হাতে আরও ৪টা কাজ আছে। ১২ তারিখে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে।

অভিনেত্রী আরও বলেন, আমি শুধু ঢালিউডেই নয়, হলিউডেও কাজ করতে চাই।

বর্তমানে বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন মিষ্টি । জানা গেছে, ‘সাইকো’ নামক এক ওয়েব সিরিজে সাইকো কিলার হিসেবে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।

এই সিরিজটিতে হিরো হিসেবে কে আছেন জানতে চাইলে মিষ্টি জানান, আমার এই ওয়েব সিরিজে কোনো হিরো নেই। এখানে আমিই হিরো আবার আমিই হিরোইন। কারণ এ সিরিজে সাত জনের সাথে আমার সম্পর্ক থাকে। তাই সাত জনকে নিয়েই এই গল্প।

মিষ্টি আরও বলেন, দর্শকরা এবার নতুনরূপে দেখবে তাকে এবং এই ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’ নামক বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন এই সুন্দরী।

banner close
banner close