শুক্রবার

৭ মার্চ, ২০২৫
২২ ফাল্গুন, ১৪৩১
৭ রমজান, ১৪৪৬

শাকিব খানের নায়িকা এবার সোহমের সঙ্গী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫ ২০:৪৫

শেয়ার

শাকিব খানের নায়িকা এবার সোহমের সঙ্গী
সোহম চক্রবর্তী ও ইধিকা পাল।ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার । দিনটি শুধু নিজের পরিবারের জন্যই বরাদ্দ রাখেন অভিনেতা। ফোন থাকে সাইলেন্ট মোডে। তবে অবশেষে তাকে পাওয়া গেলে তিনি জানালেন, জন্মদিনে আগের মতো আর পার্টি করা হয় না। পরিবারের সঙ্গে বাড়িতেই দুপুরের খাবার খাওয়া হয়। সেই খাবারের তত্ত্বাবধানে থাকে স্ত্রী তনয়া। 

এদিকে মা কালীর কাছে পূজা দিয়ে একটু ভোগ নিবেদন করেন সোহম। সঙ্গে থাকেন স্ত্রী। এর পর সন্ধ্যাটা স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়েই কাটান অভিনেতা। চেষ্টা করেন এই দিনটাতে কোনো শুট না রাখার। চলতি বছর সোহমের জন্মদিনে তাকে ‘সারপ্রাইজ’ দেওয়ার জন্য তার আগামী সিনেমা ‘বহুরূপ’-এর পোস্টার প্রকাশ করেন পরিচালক ও প্রযোজকরা। 

'বহুরূপ'-এর পোস্টার দেখে সোহম জানালেন, তিনি বেশ খুশি হয়েছেন। এই সিনেমার জন্য সাতটা লুক করেছেন তিনি। পোস্টারে সেই সাতটা লুকের ঝলক রয়েছে। সাত রকম চরিত্রে দেখা যাবে তাকে। তিনি আরও জানিয়েছেন, এ সিনেমাতে প্রথমবার ইধিকা পালের সঙ্গে সোহমকে জুটিতে দেখা যাবে।

ইধিকা পাল শাকিব খানের সঙ্গে সিনেমা করে জনপ্রিয়তা পেয়েছেন। এবার সোহমের নায়িকা হয়েছেন তিনি। 

বহুরূপ একজন অভিনেতার গল্প। সিনেমার হিরো বা হিরোইনকে দেখে সিনেমায় একাত্ম হয়ে যান দর্শকরা। ভালোবাসা, সুখ-দুঃখ ও অভিমানের দৃশ্যে নিজেদের একাত্ম করে নেন দর্শকরা। অথচ একজন অভিনেতাকে ওই সিনেমার জন্য কতটা খেটে নিজেকে প্রস্তুত করতে হয়, সেটি দর্শক ভাবেন না বা ভাবার দরকারও পড়ে না। ‘বহুরূপ’ সেই অভিনেতার গল্প, যে নিজেকে হারিয়ে ফেলেন কোনো এক চরিত্রের অন্ধকারে।

এই সিনেমায় অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পাল জুটির প্রথম ছবি। ইধিকার 'খাদান' সাফল্যের পর আরও একটি বড় সিনেমা। জন্মদিনে এই সিনেমার পোস্টার মুক্তিতে অভিনেতা সোহম বলেন, ‘সাতটা চরিত্রের সাতটা লুক সময় নিয়ে করেছি। আশা করি দর্শকদের মনে উৎসাহ তৈরি করবে বহুরূপ ছবি নিয়ে।

banner close
banner close