রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আসছে হার্ডির ক্রাইম ড্রামা ‘মবল্যান্ড’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ১৭:২৫

শেয়ার

আসছে হার্ডির ক্রাইম ড্রামা ‘মবল্যান্ড’
আসছে হার্ডির ‘মবল্যান্ড’। ছবি : সংগৃহীত

ওয়েব সিরিজ ভক্তদের জন্য দারুণ সুখবর নিয়ে এলেন হলিউডের জনপ্রিয় দুই নির্মাতা রোনান বেনেট ও গাই রিচি। সিরিজটির নাম ‘মবল্যান্ড’। এটি ক্রাইম ড্রামা ধাঁচের গল্পে নির্মাণ করা হয়েছে।

সিরিজে পিয়ার্স ব্রসন্যান ‘কনরাড হ্যারিগান’ চরিত্রে অভিনয় করছেন। তিনি একটি গ্যাংস্টার পরিবারের প্রধান। আর তার একান্ত অনুগত চরিত্রে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো টম হার্ডি। তার চরিত্রের নাম ‘হ্যারি দে সুজা’।

এর গল্পে দেখানো হবে লন্ডনের দুটি শক্তিশালী গ্যাংস্টার পরিবারকে। যারা নিজেদের আধিপত্য বিস্তারে সাধারণের অপরাধ করে থাকে। পরিবার দুটির নাম হ্যারিগানস ও স্টিভেনসনস। এরপর ইংল্যান্ড পেরিয়ে একটা সময় এ দুই পরিবার গোটা বিশ্বের অপরাধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে।

যার ফলে বিশ্বব্যাপী বেড়ে যায় সব ধরনের খুন, সহিংসতা, ধর্ষণসহ নানা ধরনের অপরাধ। এর মধ্যে সিরিজটির ট্রেলার প্যারামাউন্ট প্লাসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। যেখানে টম হার্ডিকে দুর্ধর্ষ এক রূপে দেখা যায়, যা তার ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ‘মবল্যান্ড’ সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে ৩০ মার্চ প্রিমিয়ার হবে।

পিয়ার্স ব্রসন্যান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হেলেন মিরেন, প্যাডিক কনসিডাইন, জোয়ন ফ্রগগ্যাট, লারা পালভার, আনসন বুন, জেসমিন জবসন, অ্যালেক্স ফাইন, জিওফ বেল, ড্যানিয়েল বেটস ও এমিলি বারবারের মতো তারকা।

সবশেষ হার্ডিকে দেখা যায় ভেনম ফ্র্যাঞ্চাইজির ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ সিনেমায়। এটি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি। ভেনম চরিত্রে হার্ডি ছাড়া আরও অভিনয় করেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। বিশ্বব্যাপী এটি ২০২৪ সালের ২৫ অক্টোবর মুক্তি পায়।

এদিকে ‘মবল্যান্ড’ ছাড়া হার্ডির আরও একটি ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘হ্যাভোক’। গ্যারেথ ইভান্সের গল্প ও পরিচালনায় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রটি এ বছরের ২৫ এপ্রিল নেটফ্লিক্সে প্রকাশ হবে। এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত। টম ছাড়া আরও অভিনয় করেছেন ফরেস্ট হুইটেকার, লুইস গুজম্যান ও টিমোথি অলিফ্যান্ট।

banner close
banner close