রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ২১:০২

শেয়ার

একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা!
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে গুঞ্জন। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি বিক্রি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ৩ মার্চ প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন। তার সঙ্গে ছিল দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা। 

মোট ১৬ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে সেগুলো। ২০২৪ সালে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া পুণেতে একটি বাংলো লিজ নেন। সেই বাড়িটির মাসিক ভাড়া ২ লাখ টাকা।

অন্যদিকে, এর আগেও মুম্বাইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দু’টি পেন্টহাউস ছিল। ২০২৩ সালে ৬ কোটি টাকায় বাড়ি দু’টি বিক্রি করে দেন। তার আগে ২০২১ সালেও ভারসোভার দু’টি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।

এদিকে মুম্বাইয়ে একের পর সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়ঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা দাবি করেছিলেন, বলিউডে এক সময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন।

banner close
banner close