রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

‘ভূত’ হয়ে আসছেন নুসরাত ফারিয়া!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ২১:১৯

শেয়ার

‘ভূত’ হয়ে আসছেন নুসরাত ফারিয়া!
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে ‘জ্বীন’ সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল ‘জ্বীন থ্রি’। এ সিনেমার মধ্য দিয়ে প্রায় সাত বছর পর জাজের ঘরে ফিরেছেন নুসরাত ফারিয়া।

ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির পোস্টার। সেখানে কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে।

যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত! এমন লুকেই ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। আর তার পাশে রয়েছেন আবদুন নূর সজল ও তানিয়া আহমেদ।

গ্ল্যামারাস নুসরাত ফারিয়া কি তবে এবার ভূত?  কৌতূহলী দর্শকরা জানতে চাচ্ছেন, ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে!

প্রযোজনা প্রতিষ্ঠান জানান, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন থ্রি’ আসছে আসন্ন ঈদুল ফিতরে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন থ্রি’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

সিনেমাটি নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। 

banner close
banner close