রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ওপার বাংলার সহশিল্পীরা আমাকে আপন করে নিয়েছে: মিথিলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ১৬:২৮

শেয়ার

ওপার বাংলার সহশিল্পীরা আমাকে আপন করে নিয়েছে: মিথিলা
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

তিন দশকের অভিনয় ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজ এবং সিনেমাতেও কাজ করেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। 

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সুখের সংসার পেতেছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে তাদের সংসার নাকি আগের মতো সুখের আবহে নেই। তবে একটা সময় সেখানে নানা কাজে ব্যস্ত থাকতেন মিথিলা। 

বর্তমানে মিথিলা কাজ করছেন নতুন সিনেমায় নিয়ে। এর বাইরেও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিথিলাকে বলতে শোনা যায়, দুই বাংলাতেই কাজ করতে ভালো লাগে তার। অভিনেত্রীর কথায়, ‘ওপার বাংলার সহশিল্পীরা আমাকে আপন করে নিয়েছে। সেখানকার পরিচালকেরাও আমাকে কমফোর্ট জোন দিয়েছে কাজ করার জন্য। ওখানে আমি নতুন। তারপরও কমফোর্ট জোনে কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব।’

কিন্তু কাজের চেয়ে যে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থেকেছেন মিথিলা! তার দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনাও। পাশাপাশি আলোচনা-সমালোচনার এমনকি ট্রল-বুলিংয়ের শিকার হন সামাজিক মাধ্যমে। সে বিষয়টি নিয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এসবকিছুর কতটা প্রভাব পড়ে অভিনেত্রী জীবনে, এমন প্রশ্নের জবাবে মিথিলাকে বলতে শোনা যায়, ‘আমার ওপর কোনো প্রভাব পড়ে না, আমি এসব কিছুই পাত্তা দেই না।'

banner close
banner close