রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মারা গেছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

মারা গেছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার
সাইমন ফিশার বেকার। ছবি: সংগৃহীত

চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকার। তার বয়স হয়েছিল ৬৩ বছর। রোববার তার মৃত্যুর বিষয়টি অভিনেতার ম্যানেজার একটি বিবৃতিতে ভক্তদের জানিয়েছেন।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’ হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় ‘হ্যারি পটার’-এ সাইমন ফিশার বেকারকে দেখা গিয়েছিল। ‘হ্যারি পটার’ ছাড়াও, সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন।

সাইমন ফিশার বেকার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। তিনি বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। কমেডি চরিত্রের জন্যও দর্শকদের মাঝে পরিচিত ছিলেন তিনি। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন এ অভিনেতা।

টেলিভিশন এবং চলচ্চিত্রের বাইরেও, সাইমন ফিশার বেকারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেকখানি অবদান রয়েছে। তিনি ডক্টর হু: দ্য কার্স অফ স্লিপি হলোতে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। যা মন অনুরাগীদের মন জয় করেছিল।

banner close
banner close