রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

একই বছর আমিরকে বিয়ে, সঞ্জয়ের সঙ্গে প্রেম! ‘বিতর্ক’ নিয়ে যা বলেছিলেন প্রীতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১১:০৩

শেয়ার

একই বছর আমিরকে বিয়ে, সঞ্জয়ের সঙ্গে প্রেম! ‘বিতর্ক’ নিয়ে যা বলেছিলেন প্রীতি
আমির খান, প্রীতি জিনতা ও সঞ্জয় দত্ত। ছবি : সংগৃহীত

গালে টোল পড়া মিষ্টি হাসিতে নিজের জাদু ছড়িয়ে দিতেন পর্দায়। বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনি খ্যাত ছিলেন মিষ্টি অভিনেত্রী হিসেবে। একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী নব্বইয়ের দশকে ও নতুন শতকের শুরুর দিকে ছিলেন বলিউডের শীর্ষ নায়িকা। নিজের কাজ ও অভিনয় দিয়েই থাকতেন সর্বাধিক আলোচনায়।বলছিলাম প্রীতি জিনতার কথা।

একসময়ের তুমুল জনপ্রিয় এ অভিনেত্রীর ক্যারিয়ারের গ্রাফ বেশ নজরকারা। তবে মাঝে মাঝে বিতর্কের কালো মেঘও ঢেকে যেত অভিনেত্রীকে। যেমনটা ২০০১ সাল।

সেই বছর আমির খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে বেশ আলোচনায় উঠে আসেন প্রীতি। একই বছর সঞ্জয় দত্তের সঙ্গেও প্রেমের গুঞ্জনে ওঠে তার নাম!

বেশ কয়েকবছর আগে সিমি গারেওয়ালকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলেছিলেন প্রীতি জিনতা। অভিনেত্রী বলেছিলেন, “সবে তখন আমিরের সঙ্গে ‘দিল চাহাতা হ্যায়’ মুক্তি পায়। দর্শক আমার আর আমিরের জুটির প্রশংসাও শুরু করেছে।

সেই সময়ই সঞ্জয় দত্তর সঙ্গে একটা ম্যাগাজিনের জন্য ফটোশুট করি। সেটাও প্রশংসা পায়। সব ভালো চলছিল। হঠাৎই নানা গসিপ ম্যাগাজিনে ফাঁস হলো, আমি নাকি গোপনে আমির খানকে বিয়ে করেছি! আমি তো গোটা বিষয়টা জেনে অবাক। তবে আমি এসব নিয়ে মুখ খুলিনি প্রকাশ্যে।

পাত্তাও দিইনি। আমির আমার খুব ভালো বন্ধু। ওর সঙ্গে এরকম নাম জড়াতে খুব কষ্ট পেয়েছিলাম। পরে আমিরই আমাকে বুঝিয়ে ছিল, এসব গসিপ, পাত্তা দিতে নিই।”

তবে এরপর প্রীতি আরেক বিস্ফোরক গুঞ্জন নিয়েও কথা বলেন। কারণ তখন সঞ্জয় দত্তের সঙ্গেও প্রীতির প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে শোবিজ অঙ্গনে। প্রীতি বলেন, ‘শুধু আমির নয়, এই একই বছরে আবার রটে যায় আমি নাকি সঞ্জয় দত্তকেও গোপনে বিয়ে করেছি! সঞ্জয় আমার ফ্য়ামিলি ফ্রেন্ড। একেবারে আমার দাদার মতোই। ওকে নিয়ে এরকম রটায় আমি খুবই দুঃখ পেয়েছিলাম। পরে অবশ্য আমার ম্যানেজার এসবহ গসিপ আটকানোর জন্য এক বিবৃতিও দিয়েছিল সংবাদমাধ্যমে। সত্যিই এ ধরনের গসিপে সাধারণ মানুষ মজা পেলেও, আমাদের জীবন কঠিন হয়ে যায়।’

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন ব্যবসায়ী জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। বিয়ের পর বলিউড একপ্রকার ছেড়েই দেন এ অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেসে সংসার নিয়েই ব্যস্ত প্রীতি। তবে আবারও বলিউডে ফিরছেন এ লাস্যময়ী অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৫৭’ সিনেমায়।

banner close
banner close