রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সাবিনা ইয়াসমিনকে নিয়ে সুখবর দিলেন আসিফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১১:০৯

শেয়ার

সাবিনা ইয়াসমিনকে নিয়ে সুখবর দিলেন আসিফ
আসিফ আকবর ও সাবিনা ইয়াসমিন । ছবি : সংগৃহীত

দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে সুখবর দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। জানালেন, এবার মহান স্বাধীনতা দিবসে সাবিনা ইয়াসমিনের সঙ্গে নতুন একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। 

আসিফ জানিয়েছেন, সাবিনা ইয়াসমিনের সঙ্গে বেশ কিছু ডুয়েট গান গাইলেও ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ শিরোনামে গানটি হতে যাচ্ছে তাদের প্রথম অডিও গান গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান মনির। সুর-সংগীতে আছেন মনোয়ার হোসাইন টুটুল। গানটির মিউজিক ভিডিও করছেন সৈকত রেজা। 

সম্প্রতি সামাজিকমাধ্যমে আসিফ লিখেছেন- “আসছে ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ শিরোনামে একটি গান।  গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সুরের আকাশের জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপা, সঙ্গে আছি আমি আসিফ আকবর। বাংলা সিনেমায় সাবিনা আপার সঙ্গে বেশ কিছু ডুয়েট গান গাইলেও অডিও গান এই প্রথম। সাবিনা আপার গায়কী এখনো আদি এবং অকৃত্রিম।’

গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তার শরীরের অবস্থা এখন ভালো। এরই মধ্যে এই সংগীতশিল্পীকে নিয়ে সুখবর দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

banner close
banner close