বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া আহসান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫ ১৬:১৫

শেয়ার

ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া আহসান
জয়া আহসান । ছবি: সংগ্রহীত

কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল এবারের ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫। আর এই অনুষ্ঠানে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

সোমবার  সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতার ম্যারিয়ট হোটেলের এই অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। কলকাতার ও বাংলাদেশি অভিনয়শিল্পী ও ফ্যাশন আইকনরাও ঝাঁক বেঁধে হাজির হন সেখানে।

পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জয়া। পুরস্কার হাতে তোলা অনেকগুলো ছবিও পোস্ট করেছেন তিনি।এসব ছবিতে রেড কার্পেটে জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউন পরিহিত অবস্থায় দেখা যায় জয়াকে।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে জয়া আহসান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে লিখেছেন, এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা।

ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

বলিউডের পাশাপশি টালিউডেও শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য অন্যতম সম্মানজনক পুরস্কারের আসর ফিল্মফেয়ারের এই আয়োজন। এর আগেও এ পুরস্কারের জন্য সাতবার মনোনয়ন পান জয়া। তবে এবারের অষ্টম আসরে ‘ভূতপরী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া।

banner close
banner close