
বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ও অস্কারজয়ী সুরকার এ আর রহমানের ধর্ম পরিবর্তন নিয়ে তার দীর্ঘদিনের বন্ধু ও নির্মাতা রাজীব মেনন নতুন তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যখন এ আর রহমান ও তার পরিবার ইসলাম গ্রহণ করেন, তখন তিনি তাদের পাশে ছিলেন। ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানা ও রহমান পরিবারের মধ্যে অনুবাদকের ভূমিকা পালন করতেন রাজীব।
কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ আর রহমান। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক রাজীব মেননের সঙ্গে তার বন্ধুত্ব বহু বছরের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানের অসুস্থতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজীব জানান কীভাবে দিলীপ কুমার থেকে এ আর রহমান হয়ে উঠেছিলেন এবং জীবনের সমস্ত কষ্ট থেকে নিজেকে কীভাবে মুক্ত করেছেন।
এক সাক্ষাৎকারে রাজীব বলেন, তিনি তখন থেকেই রহমানকে চেনেন, যখন তার নাম ছিল দিলীপ কুমার। রহমান ছিলেন ভীষণ লাজুক স্বভাবের। তিনি আরও জানান, রহমান ও তার পরিবারের ইসলাম ধর্মের প্রতি ঝোঁক কতটা গভীর ছিল, তা তিনি নিজ চোখে দেখেছেন।
বন্ধুত্বের স্মৃতিচারণ করে রাজীব আরও বলেন, গুলবর্গা থেকে ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানারা যখন রহমানের বাড়িতে আসতেন, তখন তিনি তাদের সঙ্গে পরিবারের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন। মাওলানারা ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন, তবে তারা হিন্দি বলতে পারতেন না। ফলে দুপক্ষের মধ্যে অনুবাদের কাজ করতেন রাজীব।
তিনি আরও বলেন, ‘এক সময় আমি প্রতিদিন রহমানের বাড়িতে যেতাম। সেখানে প্রায়ই ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানারা আসতেন। তাদের পরিবারের ইসলাম ধর্মের প্রতি গভীর বিশ্বাস ও আগ্রহ আমি নিজ চোখে দেখেছি। বিশেষ করে, পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে তারা প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন।’
এ প্রসঙ্গে রাজীব আরও জানান, রহমান সবসময় বলতেন, সংগীতের মাধ্যমেই তিনি সব কষ্ট ভুলে থাকতে পারেন। তার বিশ্বাস ছিল, সৃষ্টিকর্তা যদি তাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে সংগীতের মাধ্যমেই তিনি সেই কষ্ট থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন: