বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

রাঙাবউ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস এবার বড়পর্দায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫ ১০:০৩

শেয়ার

রাঙাবউ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস এবার বড়পর্দায়
ছবি: সংগৃহীত

ওপার বাংলার রাঙাবউ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস এবার বড়পর্দায়। সদ্য ডাইনি সিরিজে স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে বাজিমাত করেছেন তিনি। মুক্তির পর থেকেই দর্শক-অনুরাগীদের প্রশংসা, শুভেচ্ছার জোয়ারে আপ্লুত অভিনেত্রী। বৃহস্পতিবার আরো এক চমক দিয়ে সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিলেন শ্রুতি।

সদ্যই প্রকাশ্যে এসেছে তার ‘আমার বস’ সিনেমার লুক। টালিউডের হিটমেকার জুটি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জির এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি দাস।

জানা গেছে, ‘আমার বস’ ছবিতে অদিতি বসু নামে এক সম্পাদকের ভূমিকায় দেখা যাবে তাকে। এক প্রকাশনী সংস্থার গল্প নিয়ে এই সিনেমা। বোঝাই যাচ্ছে, শ্রুতির চরিত্র এখানে বেশ গুরুত্বপূর্ণ। এদিন সেই ছবির লুক শেয়ার করেই এক ‘স্বপ্ন পূরণের’ গল্প শোনালেন অভিনেত্রী।

চলতি বছরের ৯ মে মুক্তি পাচ্ছে ‘আমার বস’। বলা যাচ্ছে, নন্দিতা-শিবপ্রসাদের আরেকটা গ্রীষ্মকালীন বক্স অফিস বাম্পার এই ছবিটি।

banner close
banner close