বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

অভিনয়শিল্পী থেকে এবার কণ্ঠশিল্পী সিয়াম-হিমি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫ ১৪:০৯

শেয়ার

অভিনয়শিল্পী থেকে এবার কণ্ঠশিল্পী সিয়াম-হিমি
সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি । ছবি : সংগৃহীত

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়শিল্পী পরিচয়ের বাইরে এবার তারা আসছেন কণ্ঠশিল্পী হিসেবে। তাদের গানের অভিষেক হতে যাচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে। সম্প্রতি তারা একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। 

গান গাওয়া প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘আমি জীবনে কোনোদিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন।

আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। তারপরও তারা দু’জন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’ 

জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘অভিনয়ের বাইরে প্রথমবারের মতো গান গাইলাম।

কেমন গেয়েছি, তা দর্শকরাই ভালো বলতে পারবেন। বেশ স্নায়ুচাপেই ছিলাম।’

এর আগে গত বছর ইত্যাদির মঞ্চে প্রথমবার গান গেয়ে রীতিমতো চমকে দেন সবাইকে। তার সঙ্গে গেয়েছিলেন তাহসান। গানটি সেসময় তুমুল আলোচিত হয়েছিল।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ আকর্ষণ ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভিতে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। কেয়া কসমেটিক্সের সৌজন্যে এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

banner close
banner close