বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

চাহালের সঙ্গে ধনশ্রীর বিচ্ছেদ, প্রতারণার ইঙ্গিত ধনশ্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ০৯:২৪

শেয়ার

চাহালের সঙ্গে ধনশ্রীর বিচ্ছেদ, প্রতারণার ইঙ্গিত ধনশ্রীর
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও নৃত্য পরিচালক ধনশ্রী ভার্মার দাম্পত্য জীবনের অবসান ঘটল। বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করে। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছিলেন, এবার পুরোপুরিভাবে আলাদা হলেন। 

বিচ্ছেদের পরপরই ধনশ্রী ইনস্টাগ্রামে একটি মিউজিক ভিডিও শেয়ার করেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। গানের লিরিক্স ও দৃশ্যে স্পষ্টভাবে উঠে এসেছে টক্সিক সম্পর্ক, প্রতারণা ও মানসিক কষ্টের ইঙ্গিত।

সেই গানে বলা হয়েছে, ‘প্রিয়জনকে অন্য কারো বিছানায় দেখে ফেলেছি, শরীর-মন জুড়ে ক্ষত দেখেছি।’

স্বাভাবিকভাবেই অনেকে মনে করছেন, এটি ধনশ্রীর পক্ষ থেকে চাহালকে উদ্দেশ্য করেই একটি বার্তা।

অন্যদিকে, বিচ্ছেদের দিন চাহালকে দেখা যায় একটি ইঙ্গিতপূর্ণ টি-শার্ট পরে কোর্টে আসতে। তার জামায় লেখা ছিল, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও।’ সেই ছবিও এখন ভাইরাল।  

এই বিচ্ছেদের মধ্যেই চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে আরও গুঞ্জন শুরু হয়েছে। আরজে মহবীশের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কখনো তাদের একসঙ্গে পার্কে আবার কখনো বা খেলার মাঠে দেখা গেছে।

যদিও এই সম্পর্ক নিয়ে তারা কেউই প্রকাশ্যে এখন পর্যন্ত কিছু বলেননি। 

banner close
banner close