বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

‘বরবাদ’ নিয়ে ধোঁয়াশা, ঈদে মুক্তির মিছিলে ‘অন্তরাত্মা’?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১৬:৪২

শেয়ার

‘বরবাদ’ নিয়ে ধোঁয়াশা, ঈদে মুক্তির মিছিলে ‘অন্তরাত্মা’?
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আর খুব বেশিদিন বাকি নেই। ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো বেশ জোরেশোরে চালাচ্ছে প্রচারণা। অথচ সাত দিনের মতো বাকি থাকলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। 

কারণ হিসেবে জানা গেছে, ‘বরবাদ’ সিনেমার একটি গানের শুট করে দুবাই থেকে গতকাল দেশে ফিরেছেন শাকিব খান।

এদিকে ঢালিউডে জোর গুঞ্জন, একাধিক জটিলতায় থমকে আছে ঈদের সবচেয়ে আলোচিত এই সিনেমা। সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে সিনেমাটিকে।

এমন পরিস্থিতে হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে শাকিবের ৪ বছর আগের সিনেমা। ২০২১ সালে শেষ হওয়া ‘অন্তরাত্মা’ সিনেমাটি ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে।

এমনটা নিশ্চিত করে কালের কণ্ঠকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈন উদ্দিন বলেন, বেশ কয়েকটি সিনেমা জমা পড়েছে। এর মধ্যে ‘অন্তরাত্মা’ সিনেমাটিও রয়েছে। আগামীকাল সোমবার বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। এরপর কোনো অবজারভেশন থাকলে সেটি শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

চার বছর পর সিনেমাটি মুক্তি দেওয়ার কারণ সেভাবে উল্লেখ না করলেও সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন  বলেন, ‘নানা কারণেই ছবিটি আটকে ছিল। সেসব বিষয় আর না বলি। আপাতত ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি। সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা দিয়েছি। সার্টিফিকেট পাওয়ার পরই মুক্তির তারিখ সবাইকে জানাব।

ধারণা করা হচ্ছে, ‘অন্তরাত্মা’ আসন্ন ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর পরিচালক। তবে এই বিষয়ে খোলাসা করেননি তিনি। জিইয়ে রেখেছেন রহস্য। 

এমতাবস্থায় শঙ্কা জেগেছে, ঈদে মুক্তি পাচ্ছে তো শাকিবের ‘বরবাদ’? নাকি আটকে যাওয়ায় শঙ্কায় তড়িঘড়ি করে সেন্সরে জামা পড়েছে শাকিবের ৪ বছর আগের সিনেমা।

প্রসঙ্গত, তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা থাকলেও অজানা কারণে সিনেমাটি আর আলোর মুখ দেখেনি।

banner close
banner close