সোমবার

৩১ মার্চ, ২০২৫
১৭ চৈত্র, ১৪৩১
,

তিন দিনে বিটিভিতে গাইবে ১৩ ব্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫ ১৯:৫৬

শেয়ার

তিন দিনে বিটিভিতে গাইবে ১৩ ব্যান্ড
তিন দিনে বিটিভিতে গাইবে ১৩ ব্যান্ড। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ‘ব্যান্ড শো’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছে। যেখানে দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড গান পরিবেশন করবেন। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো তাদের গান পরিবেশন করবেন। সালসাবিল লাবণ্যর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন।

ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড মাইলস। ঈদের ৩য় দিন দুপুর ৩টায় গাইবে ব্যান্ড সিম্ফনি, শুভযাত্রা, রক অ্যান্ড মেলোডি, নাটাই, পেন্টাগন, রেশাদ অ্যান্ড কিউ। তিনদিনে মোট ১৩টি ব্যান্ড তাদের জনপ্রিয় গানগুলো শ্রোতাদের জন্য গেয়ে শোনাবেন।

banner close
banner close