বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

ভোক্তা অধিকারের কর্মকর্তার প্রশংসায় শিল্পী আসিফের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ১৬:৫৯

শেয়ার

ভোক্তা অধিকারের কর্মকর্তার প্রশংসায় শিল্পী আসিফের স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের প্রশংসা করেছেন বাংলা গানের যুবরাজ শিল্পী আসিফ আকবর। শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে ভোক্তার এই কর্মকর্তার কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি সময়ে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করেছেন আব্দুল জব্বার মন্ডল। তার বিভিন্ন অভিযানের ফলশ্রুতিতে বাজারে ন্যায্য দামে পণ্য সরবরাহ হচ্ছে। পাশাপাশি ক্রেতারাও লাভবান হচ্ছেন।

বিশেষ করে চলতি রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। যে সকল কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মন্ডলকে।

যে কারণে এবার এই কর্মকর্তাকে প্রশংসায় ভাসিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া সেই স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘দেশপ্রেমিকের অভাব নেই দেশে, স্বাধীনতার অভাব প্রকট। যথার্থ লিডারশিপ থাকলে কোটি মানুষ লাগে না দেশকে এগিয়ে নিতে। জনাব আব্দুল জব্বার মন্ডল তার দায়িত্বশীলতা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। জব্বার সাহেবের মতো এমন সলিড দায়িত্বশীল ব্যক্তিত্ব অবশ্যই আরও আছেন, তাদের কাজ করার সুযোগ দিলে সুযোগসন্ধানী মুনাফাখোরদের সমাজ থেকে বিতাড়িত করতে সময় লাগার কথা নয়।’

আসিফের সেই পোস্টে ভক্তরাও একমত পোষণ করেছেন। পাশাপাশি আব্দুল জব্বার মন্ডলের বিভিন্ন অভিযানের প্রসঙ্গ টেনে এনে তার প্রশংসাও করেছেন।

banner close
banner close