বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

মারা গেছেন কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫ ১৪:০৩

শেয়ার

মারা গেছেন কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার
ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার ক্যানসারের কাছে হার মানলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বুধবার তার মৃত্যুর কথা জানিয়েছে।

সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা আশি ও নব্বইয়ের দশকে হলিউড কাঁপিয়েছেন।

গলায় ক্যানসার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরেই রূপালি পর্দা থেকে দূরে ছিলেন ভ্যাল কিলমার। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্যা ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও ক্যানসারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল।

একই বছরে মুক্তি পায় তার জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র, ‘ভ্যাল’। এতে তার কণ্ঠস্বরটি দিয়েছিলেন ভ্যালের ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি যে ভিডিওগুলো রেকর্ড করেছিলেন, সেগুলো নিয়েই তৈরি হয় ওই তথ্যচিত্র।

 

banner close
banner close