বৃহস্পতিবার

১৭ এপ্রিল, ২০২৫
৪ বৈশাখ, ১৪৩২
১৯ শাওয়াল, ১৪৪৬

এবার ‘ইব্রাহিম বক্স’ রূপে বড়পর্দায় আসছেন মোশাররফ করিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ১৯:০৬

আপডেট: ৮ এপ্রিল, ২০২৫ ১৯:০৭

শেয়ার

এবার ‘ইব্রাহিম বক্স’ রূপে বড়পর্দায় আসছেন মোশাররফ করিম
মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে চলছে কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর ৩০২’। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সে হুমড়ি খেয়ে পড়ছেন সিনেমাপ্রেমীরা। ‘চক্কর ৩০২’-এর বেশিরভাগ শো-ই হাউজফুল যাচ্ছে। এর মধ্যেই পাওয়া গেল মোশাররফ করিমের নতুন সিনেমার খবর।

জানা গেছে, সদ্যই আরও একটি ছবির কাজ শেষ করতে যাচ্ছেন এই অভিনেতা। সরকারি অনুদানের এ ছবিটির নাম ‘কুরকাব’। ছবিটি পরিচালনা করেছেন ‘কমলা রকেট’ খ্যাত পরিচালক নূর ইমরান মিঠু।

ছবিটির শুটিং শেষের দিকে জানিয়ে সম্প্রতি পরিচালক মিঠু বাংলা এডিশন কে বলেছেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের সিনেমার শুটিং পুরোপুরি শেষ হবে। গত বছর আমরা এই সিনেমার শুটিং শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’

শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এ সিনেমা। সিনেমায় ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

এর আগে শাহাদুজ্জামানের দুটি ছোটগল্প ‘মৌলিক’ এবং ‘সাইপ্রাস’ অবলম্বনে নূর ইমরান মিঠু নির্মাণ করেছিলেন সিনেমা ‘কমলা রকেট’। সে সিনেমায় মফিজুল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এই চরিত্রে অভিনয়ের তাকে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তবে চরিত্রটি কোনভাবেই কৌতুকাত্মক ছিল না উল্লেখ করে মোশাররফ করিম পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান।

এদিকে ‘চক্কর ৩০২’-এর পর মোশাররফ করিমের আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনি’ বাংলা নববর্ষে মুক্তি পেতে পারে। সিনেমাটির মুক্তি এর আগে কয়েক দফা পিছিয়েছে। এছাড়া নিয়ামুল মুক্তার সিনেমা ‘বৈদ্য’র শুটিং অনেক আগেই শেষ করেছেন মোশাররফ করিম। তবে এই সিনেমা কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

 
banner close
banner close