
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নির্যাতিত ও অসহায় জনগণের প্রতি সংহতি জানিয়ে পিছিয়ে দেওয়া হলো ‘স্বাধীনতা কনসার্ট’। প্রথমে ১১ এপ্রিল এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে এক দিন পিছিয়ে এর তারিখ নির্ধারণ করা হয় ১২ এপ্রিল।
এদিনও কনসার্ট হচ্ছে না বলে আয়োজক ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সংবাদ বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে উল্লেখ করেছেন, গাজা ও রাফার নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির কনসার্টের নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
তাদের কথায়, ফিলিস্তিনে যে ভয়ংকর বর্বরতা চলছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততধিক অমানবিক। এর পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল ঢাকাসহ চারটি শহরে পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়ে পরদিন ১২ এপ্রিল উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে শেষমেশ এ সিদ্ধান্ত পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশবাসী যে নতুন বাংলাদেশের স্বপ্ন বুনে যাচ্ছে, সেই স্বপ্নের পরিধি বাড়িয়ে দিতে গত বছর বিজয় দিবসে আয়োজন করা হয় ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের। যেখানে বরেণ্য ও তরুণ শিল্পী থেকে শুরু করে শীর্ষ ব্যান্ডগুলো পারফর্ম করেছিল। তার ধারাবাহিকতায় স্বাধীনতা দিবস উদযাপনে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ দেশের চারটি শহরে একসঙ্গে বর্ণাঢ্য কনসার্টের উদ্যোগ নিয়েছিল।
আরও পড়ুন: