শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

বাংলাদেশি সিনেমার শুটিং ক্যালিফোর্নিয়ায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫ ২২:১০

শেয়ার

বাংলাদেশি সিনেমার শুটিং ক্যালিফোর্নিয়ায়
‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’ সিনেমা নিয়ে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

নির্মাতা দেবাশীষ বিশ্বাস। ২০২৩ সালে তিনি ঘোষণা দেন ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’ শিরোনামের নতুন একটি সিনেমার। এরই মধ্যে এর সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুটিংয়ে নামার পালা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটি নিয়ে সাংবাদ সম্মেলনে এমনটা জানান নির্মাতা দেবাশীষ।

তিনি বলেন, ‘এই সিনেমার পুরো শুটিং হবে ক্যালিফোর্নিয়াতে। যার সব ধরনের প্রস্ততি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আশা আছে এ বছরের জুলাই মাসেই ক্যামেরা ওপেন করতে পারব। আর সিনেমার আর্টিস্ট সবাই আমেরিকার।’ ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’ শিরোনামের এই সিনেমায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের প্রেমের কাহিনি দেখা যাবে।

‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করবেন একঝাঁক নতুন মুখ। এ বিষয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাবে নতুন একজোড়া মুখ। গল্পটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে। রোমান্টিক গল্পে সিনেমাটি তৈরি হবে।’

এতে অভিনয় করবেন, সেজান দেওয়ান, মায়রা আলী, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, আহম্মেদ শরীফ, টনি ডয়েস. শিরীন বকুলসহ আরও অনেকে।

banner close
banner close