বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

ঢোলের তালে শুরু চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ২০:৫৯

শেয়ার

ঢোলের তালে শুরু চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো
ছবি : সংগৃহীত

ঢোলের তা‌লে পর্দা উঠল ‘চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর। আজ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৪টার দিকে শুরু হয় আয়োজন। পরিবেশনার শুরুতে ঢাকঢোল নিয়ে মঞ্চে আসেন ৫০ জন ঢুলি, এরপর লা‌ঠি‌খেলা পরিবেশন করে একদল লাঠিয়াল।
এ আয়োজনে পাহাড় ও সমতলের ব্যান্ডের পরিবেশনাও থাকবে।

গান পরিবেশন কর‌বে ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ড চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ড ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ড ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ড ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ড এফ মাইনর।

এদিন আয়োজনের শুরুতে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন, শিল্পকলার সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জোনাকি জ্যোতি ও সা‌কিব।

চৈত্রসংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

banner close
banner close