বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি চিত্রশিল্পী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ২১:৩৮

শেয়ার

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি চিত্রশিল্পী নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে একটি তাবুতে দখলদার ইসরায়েলি বাহিনির বিমান হামলায় ২২ বছর বয়সী দীনা খালেদ জাউরুব নামে এক ফিলিস্তিনি শিল্পী নিহত হয়েছেন।

কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এখনো এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়, দীনা গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য পরিচিত ছিলেন। ২০১৫ সালে সশস্ত্র সংঘাতে শিশু অধিকারের ওপর সেরা চিত্রকর্মের জন্য তিনি ‘আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। 

দীনার শিল্পকর্ম ফিলিস্তিনিদের সংগ্রাম ও দখলদার ইসরায়েলিদের হামলার বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল। তার মৃত্যু ফিলিস্তিনি সংস্কৃতি ও শিল্পাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে। 

 

 

banner close
banner close