
দীর্ঘদিন ধরে ক্যান্সারসারসহ নানা রকম অসুখে ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজ বুধবার দুপুরে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার সহধর্মিণীর বরাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য সনি রহমান।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘ক্যান্সারের পাশাপাশি উনার হার্টের সমস্যা রয়েছে।
এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বেশ আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। আজ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাভেদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।
১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাভেদের। এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন।
আরও পড়ুন: