
বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের একমাত্র মেয়ে নাইসা দেবগন। এখনো ইন্ডাস্ট্রিতে পা রাখেননি তিনি, তবে ব্যক্তিজীবন উপভোগ করতেই ব্যস্ত থাকেন এই স্টারকিড।
প্রায়ই বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের রেস্তোরা থেকে ডিনার পার্টি থেকে বের হতে দেখা যায় নাইসাকে। আর তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা-সমালোচনাও কম হয় না।
তবে কাজল জানালেন, কন্যা নাইসা তাদের বাধ্যগত সন্তান। যেমন প্রেমের বিষয়ে পরামর্শ নিতে নাকি মায়ের কাছেই আসে সে। বাবাকে এসব বলতে একদমই ভয় পান নাইসা। কারণ, মেয়ের প্রেমের কথা শুনলে নাকি অজয় বন্দুকও তুলতে পারেন।
এক সাক্ষাৎকারে মেয়ের সম্পর্কে কাজল বলেন, ‘আমি নিশ্চিত, নাইসা কখনোই ওর বাবার কাছে প্রেমিক বা প্রেম নিয়ে কোনো কথা বলতে যাবে না। এসব শুনলে হয়ত অজয় হাতে বন্দুক তুলে নিয়ে প্রশ্ন করবে, ‘ছেলেটা কোথায়? এখনই ছেলেটাকে সামনে নিয়ে এসো।’
তবে তাদের পুত্র যুগ আবার বাবার সঙ্গে বেশি স্বচ্ছন্দ বোধ করে বলেও সাক্ষাৎকারে জানান কাজল।
আরও পড়ুন: