শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১২ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

ময়ূখকে গাধা বললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ১৫:৪৫

শেয়ার

ময়ূখকে গাধা বললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী
ছবি: সংগৃহীত

কখনো লাফিয়ে, কখনো দৌড়ে- চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করছেন। বলা হচ্ছে কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশকে নিয়ে উদ্ভট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার পাত্র হয়েছেন তিনি। এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন।

এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূখ আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন,তাহলে পুরোটা হলো ময়ূখরঞ্জন।’

ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা পোস্ট এটি। অর্থাৎ ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে।

তবে ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। শুধু তাই নয় অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও।

banner close
banner close