সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৫ বৈশাখ, ১৪৩২
৩০ শাওয়াল, ১৪৪৬

সোনা পাচার মামলায় অভিনেত্রী রানিয়া রাওয়ের জামিন খারিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১১:৪৬

শেয়ার

সোনা পাচার মামলায় অভিনেত্রী রানিয়া রাওয়ের জামিন খারিজ
অভিনেত্রী রানিয়া রাওয়ের জামিন খারিজ।

দুবাই থেকে ভারতে সোনা পাচারের মামলায় কন্নড় অভিনেত্রী রানিয়া রাও ও তার বন্ধু তারুণ কন্ডুরু রাজুর জামিনের আবেদন খারিজ করল কর্ণাটক হাইকোর্ট। গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিচারপতি এস. বিষ্ণুজিৎ শেঠি এই নির্দেশ দেন। আদালতের বিস্তারিত আদেশ এখনও প্রকাশ হয়নি।

আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স জানায়, তদন্তে উঠে এসেছে রানিয়া ও তারুণ মিলে অন্তত ১০০ কেজি সোনা দুবাই থেকে ভারতে পাচার করেছেন।

সংস্থাটির দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাত্র তিন মাসে দুইজনে একসঙ্গে ২০ বার দুবাই গিয়েছেন। গত এক বছরে রানিয়া একা দুবাই গিয়েছেন মোট ৫৬ বার।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ফেরার সময় গ্রেফতার করা হয় রানিয়া রাওকে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৪.২ কেজি সোনার বার, যার বাজারমূল্য প্রায় ১২.৫ কোটি।

এরপরে ৯ মার্চ গ্রেফতার হন তারুণ রাজু।

আদালতে রানিয়ার পক্ষের আইনজীবী সন্দেশ চৌটা জানান, রনিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অপরদিকে তারুণের আইনজীবীর দাবি, তার মক্কেলের বিরুদ্ধে একমাত্র অভিযোগ, তিনি দুবাই গিয়ে সোনা রনিয়ার হাতে তুলে দিয়েছিলেন।

তবে ডিআরআই’র আইনজীবী মধু এন রাও আদালতে জানান, পাচারের বিষয়টি স্পষ্ট ও এই মামলার তদন্ত এখনও চলছে।

তিনি বলেন, ‘বিমানবন্দরে রানিয়া কীভাবে ভিআইপি প্রোটোকল ও পুলিশ এসকর্ট পেলেন, সেই দিকটিও তদন্তাধীন।’

banner close
banner close