বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

ভক্তদের জন্য সুখবর ইরফান সাজ্জাদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ১০:৫১

শেয়ার

ভক্তদের জন্য সুখবর ইরফান সাজ্জাদের
ছবি: সংগৃহীত

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার অভিনেতা ও মডেল ইরফান সাজ্জাদ। উপহার দিয়েছেন একাধিক নাটক।

এবার এ অভিনেতাকে দেখা যাবে বড় পর্দায়। এক সাক্ষাৎকারে তিনি এ কথাজানিয়েছেন ভক্ত-অনুরাগীদের।

সাক্ষাৎকারে ইরফান সাজ্জাদ বলেন, ‘ঈদের জন্য ইতোমধ্যে কিছু কাজ করেছি এবং এই টুর্নামেন্টের পরেই আরও তিনটি কাজ করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে চার-পাঁচটি কাজ হাতে থাকবে, যার মধ্যে আমার সিনেমার মুক্তিও অন্তর্ভুক্ত।’

নতুন সিনেমা আলীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার নতুন সিনেমা ‘আলী’ সম্ভবত এই ঈদে মুক্তি পাবে। এই সিনেমার কনসেপ্টটি বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি এবং কোনো নায়কও এই ধরনের চরিত্রে অভিনয় করার চেষ্টা করেননি।’

প্রসঙ্গত, ইরফান সাজ্জাদ চ্যানেল আই এর টিভি পোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। এরপর থেকে বিজ্ঞাপন, নাটক নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার দর্শকদের সব সময় ভালো কাজ উপহার দিচ্ছেন।

banner close
banner close