বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

গাজায় এবার পোলিও শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪ ০৩:০৮

শেয়ার

গাজায় এবার পোলিও শনাক্ত
পোলিও শনাক্ত হওয়ার পর গাজার অনেক শিশুকে পরীক্ষার আওতায় আনা হচ্ছে। ছবি: সংগৃহীত

গাজায় ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এক শিশুর শরীরে পোলিও শনাক্ত করা হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, গাজার ১০ মাস বয়সী এক শিশু পোলিও আক্রান্ত হওয়ার পর আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে।

গত ২৫ বছরের মধ্যে গাজায় কোন পোলিও আক্রান্তের তথ্য না পাওয়া গেলেও জুনে সেখানকার দূষিত পানির নমুনায় টাইপ-টু পোলিও ভাইরাস শনাক্ত হয়।

ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, এই বিষয়ে তিনি গভীরভাবে চিন্তিত। আগামী সপ্তাহগুলোতে একটি টিকাদান প্রকল্প চালুর পদক্ষেপ নেয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

পোলিও আক্রান্ত ১০ মাস বয়সী ওই শিশুর এক পা অবশ হয়ে গেছে। তবে সে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রায়ই পয়:নিষ্কাশন ও দূষিত পানির মাধ্যমে ছড়িয়ে পড়া পোলিও ভাইরাস অত্যন্ত সংক্রামক।

বিভিন্ন মানবিক সাহায্য সংস্থা গাজায় পোলিওর ফিরে আসার জন্য টিকাদান প্রকল্প বাধাগ্রস্ত হওয়াকে ও পানি সরবরাহ এবং পয়:নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করেছে।

এই বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, গাজার হাজার হাজার শিশু ঝুঁকিতে রয়েছে।

banner close
banner close