বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা: ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ২০:০০

আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২২

শেয়ার

বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা: ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই
প্রতীকী ছবি।

শুক্রবার সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৬ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোথাও কোনো মৃত্যু হয়নি।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মধ্যে ১০৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, ঢাকা বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৭ ও রংপুর বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট ১৮ হাজার ৪১ জন। এর মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ এবং মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।