বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৯

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৯

শেয়ার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৭৯ জন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন ৩৯৩ জন। এছাড়া ঢাকা বিভাগে ১২১ জন, বরিশালে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, খুলনায় ৯৪ জন, ময়মনসিংহে ১৮ জন, রাজশাহীতে ২০ জন ও রংপুরে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

banner close
banner close