মঙ্গলবার

৩ ডিসেম্বর, ২০২৪
১৯ অগ্রহায়ণ, ১৪৩১
০২ জামাদিউছ ছানি, ১৪৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৪

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৬

শেয়ার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৭
কোলাজ: বাংলা এডিশন

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে আরও ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৬৬ জন।

এ সময় নতুন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন ৩৪৫ জন।

এ ছাড়া ঢাকা বিভাগে ১৬০ জন, বরিশালে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, খুলনায় ৯৬ জন, ময়মনসিংহে ৩৫ জন ও রাজশাহীতে ১৪ জন ও রংপুরে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।