বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ২৯৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩০

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩০

শেয়ার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ২৯৯
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু। ছবি: সংগৃহীত

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে আরও ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে।

এ সময় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ১৬৯ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা বিভাগে ৬৮ জন, বরিশালে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনায় ২৪ জন, ময়মনসিংহে ১৮ জন ও রাজশাহীতে ৩ জন এবং রংপুরে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।