বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

স্বাস্থ্যসেবায় আশার বাণী শোনালেন রামেবির নবনিযুক্ত উপাচার্য

প্রতিনিধি, রাজশাহীঃ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৪

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৪

শেয়ার

স্বাস্থ্যসেবায় আশার বাণী শোনালেন রামেবির নবনিযুক্ত  উপাচার্য
রামেবির নবনিযুক্ত উপাচার্য।ছবি:বাংলা এডিশন

রাজশাহী ও রাজশাহীর আশপাশের জেলাগুলোর লোকজনকে স্বাস্থ্যসেবার ব্যাপারে আশ্বস্ত করেছে রামেবির নবনিযুক্ত উপাচার্য জাওয়াদুল হক।

আজ (২২ সেপ্টেম্বর)  বিভাগীয় কন্টিনিউইং এজুকেশন সেন্টারে আয়োজিত একটি মতবিনিময় সভায় এই আশ্বস্ত করেন উপাচার্য জাওয়াদুল হক।

যোগদানের পরে এটিই তার প্রথম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

 রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনটি প্রধান উদ্দেশ্য ছিল বলে উল্লেখ করেন উপাচার্য জাওয়াদুল হক।

তিনি বলেন- এগুলোর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো, রাজশাহী জেলা ও পার্শ্ববর্তী জেলাসমূহের প্রায় দুই কোটি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ১২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যবিষয়ক জনবল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, ১০টি ফ্যাকাল্টি এবং চিকিৎসাসেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা।

তিনি আরো বলেন,  বিগত দিনে নানা অনিয়ম, দুর্নীতি ও সমালোচনার ফলে প্রতিষ্ঠার আট বছরেও পরিকল্পনার কোনো কিছুই বাস্তবে আলোর মুখ দেখেনি।’

ড.জাওয়াদুল হক আশ্বস্ত করে বলেন, আমি সবে দায়িত্ব গ্রহণ করেছি। আশা-আকাঙ্ক্ষার জায়গাগুলো নিয়ে কাজ করব। এছাড়াও তিনি রামেবিতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষযটিকে গুরুত্বের সাথে আলোচনা করেন।